হানচৌতে চলছে চীনের মর্যাদাপূর্ণ কার্টুন ও অ্যানিমেশন উৎসব
2022-11-26 17:07:16

নভেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হানচৌতে শুরু হয়েছে চীনা অ্যানিমেটেড চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর ‘চায়না ইন্টারন্যাশনাল কার্টুন অ্যান্ড অ্যানিমেশন ফেস্টিভ্যাল’ বা সিআইসিএএফ। গত বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ৪ দিনব্যাপী এই উৎসব।

 

করোনা মহামারির পর এবারই প্রথম এত বড় পরিসরে সিআইসিএএফ উৎসব আয়োজিত হচ্ছে। ১৮তম এই আসরে এবছর চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি রাখা হয়েছে অ্যানিমেটেড সিনেমা জগতের রথী-মহারথীদের সঙ্গে দর্শক আড্ডাসহ নানা আয়োজন।

এ উৎসবে চীনের অ্যানিমেশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার ‘দ্য গোল্ডেন মাঙ্কি কিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ফ্রান্সসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চল থেকে এ সম্মাননার জন্য অংশ নেয় ৯৯৩টি অ্যানিমেশন। সেখান থেকে ৯১টি অ্যানিমেশনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এখান থেকে যাচাই-বাছাই শেষে সেরা চলচ্চিত্রকে প্রদান করা হবে  ‘দ্য গোল্ডেন মাঙ্কি কিং অ্যাওয়ার্ড’।

সিআইসিএএফের কার্যনির্বাহী বোর্ডের সম্পাদক ওয়াং ওয়েনশুও বলেন, ‘চীন আন্তর্জাতিক যুব কার্টুন প্রতিযোগিতার বিশেষ পুরস্কারের জন্য আমরা অনলাইনে প্রতিযোগিতার আয়োজন করেছি। পাশাপাশি এর জনপ্রিয়তা আরও ছড়িয়ে দিতে শহর জুড়ে অ্যানিমেশন সংক্রান্ত প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা।’

এ উৎসবের মাধ্যমে অ্যানিমেশন আর্টিস্ট ও দর্শকের মধ্যে একটি সেতুবন্ধন স্থাপিত হবে বলে মনে করছে আয়োজকরা। ৪ দিনুব্যাপী চীনা অ্যানিমেটেড চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে রোববার।

তানজিদ/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস।