চীনে ৮০ হাজারের বেশি গাড়ি প্রত্যাহার টেসলার
2022-11-26 17:08:15

নভেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক : সফ্টওয়্যার এবং সিট বেল্ট সমস্যার কারণে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চীনে ৮০ হাজারেরও বেশি গাড়ি প্রত্যাহার করেছে বলে জানিয়েছে চীনের শীর্ষ বাজার পর্যবেক্ষণকারী সংস্থা। শুক্রবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনে দেয়া এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গাড়ির ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রভাবিত করে এমন সফ্টওয়্যার সমস্যার কারণে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ২১ নভেম্বর পর্যন্ত চীনে আমদানি করা ৬৭, ৬৯৮ মডেল এস এবং মডেল এক্স এর গাড়িগুলো প্রত্যাহার করা হলো। 

সফ্টওয়্যার ত্রুটির কারণে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ভুল গণনা করতে পারে,  স্ক্রিনে "রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়" এবং "নিরাপদ পার্কিং" এর মতো সতর্কতা প্রদর্শন করতে পারে। এতে গাড়িটি ধীরে ধীরে শক্তি হারাবে, যা চরম দুর্ঘটনার কারণ হতে পারে বলেও উল্লেখ করা হয়। 

তবে কোম্পানি প্রত্যাহার করা যানবাহনের জন্য বিনামূল্যে সফ্টওয়্যার আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে টেসলা একটি এয়ারব্যাগ সমস্যার কারণে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার মডেল এক্স গাড়ি প্রত্যাহার করে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন