মূল্যসীমা নির্ধারণকারীদের তেল দেবে না রাশিয়া
2022-11-22 17:48:19

নভেম্বর ২২: তেলের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণকারী দেশগুলোতে আর তেল রপ্তানি করবে না রাশিয়া। একই সঙ্গে রপ্তানি সমন্বয় ও তেলের উৎপাদনও হ্রাস করবে মস্কো।

রাশিয়ার জ্বালানী সম্পদ-বিষয়ক উপপ্রধানমন্ত্রী আলেকজেন্ডার নোভাক গতকাল (সোমবার) এসব কথা বলেন।

খবরে বলা হয়, রাশিয়া বিশ্ব বাজারে ‘নির্ভরযোগ্য জ্বালানী সরবরাহকারী’ হিসেবে তার অবস্থান জোরদার অব্যাহত রাখবে। বাজার-ভিত্তিক অংশীদারদের কাছে রপ্তানির পর্যালোচনা এবং তেল উত্পাদন হ্রাস করবে।

উপপ্রধানমন্ত্রী নোভাক হুমকি দিয়ে বলেন, জ্বালানী সম্পদের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও ‘জ্বালানী সম্পদের রাজনীতিকরণ’ শুধুমাত্র সরবরাহের ঘাটতি বয়ে আনবে। এটি শিল্প খাতের সামগ্রিক বিনিয়োগও হ্রাস করবে। (ছাই/এনাম)