মহাকাশ অনুসন্ধান অব্যাহত রাখবে চীন: সি চিন পিং
2022-11-21 19:36:34

নভেম্বর ২১: আজ (সোমবার) মহাকাশ অনুসন্ধান ও উদ্ভাবন নিয়ে জাতিসংঘ ও চীনের যৌথ অংশীদারি সম্পর্ক বিষয়ে এক সেমিনারে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দনবার্তায় তিনি বলেন, চীন ইতিবাচকভাবে মহাকাশ অনুসন্ধান করতে থাকবে। চীনের  চন্দ্রযান ‘ছাংএ্য’, মঙ্গলযান ‘থিয়ানওয়েন’, সৌরযান ‘সিহ্যে’, বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষামূলক উপগ্রহ, এবং  মহাকাশ স্টেশন মানব জাতির মহাকাশ জ্ঞানকে সমৃদ্ধ করেছে।

মহাকাশের অনুসন্ধান অন্তহীন উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করে যৌথভাবে মহাকাশ অনুসন্ধান ও শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার করতে ইচ্ছুক চীন।

উল্লেখ্য, আজ ‘নতুন মহাকাশ অনুসন্ধানের অংশীদারি সম্পর্ক গড়ে তোলা’ প্রতিপাদ্যকে ধারণ করে মহাকাশ অনুসন্ধান ও উদ্ভাবনে জাতিসংঘ ও চীনের যৌথ অংশীদারি সম্পর্কের বিষয়ে একটি সেমিনার চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে শুরু হয়েছে।

চীনের জাতীয় মহাকাশ ব্যুরো, হাইনান প্রদেশের পৌর সরকার, ও জাতিসংঘের মহাকাশ বিষয়ক অফিস যৌথভাবে এ সেমিনার আয়োজন করেছে। (ছাই/এনাম)