জি-টোয়েন্টি সম্মেলনে ডিজিটাল অর্থনীতি উন্নয়নে সি চিন পিংয়ের ৩-দফা প্রস্তাব
2022-11-16 18:24:19

নভেম্বর ১৬: আজ (বুধবার) ইন্দোনেশিয়ার বালিতে, জি-টোয়েন্টির সপ্তদশ শীর্ষ সম্মেলনে, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি উন্নয়নে ৩-দফা প্রস্তাব পেশ করেন চীনের প্রেসিডেন্ট  সি চিন পিং।

তিনি বলেন, বিশ্বে ডিজিটাল অর্থনীতির আকার ক্রমশ বড় হচ্ছে; ডিজিটাল অর্থনীতির রূপান্তরের গতি হচ্ছে দ্রুততর। ডিজিটাল অর্থনীতি বৈশ্বিক আর্থিক কাঠামোকে প্রভাবিত করা গুরুত্বপূর্ণ উপাদান।

সম্মেলনে পেশ করা তাঁর ৩-দফা প্রস্তাব হচ্ছে:

এক. বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে; আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে; যৌথভাবে উন্মুক্ত, সহনশীল, ন্যায়সংগত ডিজিটাল অর্থনীতি উন্নয়নের পরিবেশ সৃষ্টি করতে হবে। বৈজ্ঞানিক সহযোগিতার ওপর নিষেধাজ্ঞা ও বাধা কোনো দেশের জন্যই কল্যাণকর নয়। এ ধরনের আচরণ আন্তর্জাতিক সমাজের অভিন্ন স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণও নয়;

দুই. উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, ডিজিটাল খাতে ব্যবধান কমিয়ে আনতে হবে। সংশ্লিষ্ট দেশগুলোর উচিত যৌথভাবে ডিজিটাল যুগে যোগাযোগ জোরদার করা। বিশেষ করে, বিভিন্ন উন্নয়নশীল দেশ ও দুর্বল জনগোষ্ঠীকে এ ব্যাপারে সাহায্য করতে হবে। চীন ইতোমধ্যে ‘ডিজিটাল রেশমপথ’ উদ্যোগ প্রস্তাব করেছে এবং ডিজিটাল অর্থনীতিকে ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ’-এর গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করেছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ বাড়াতে ইচ্ছুক;

তিন. উদ্ভাবনের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। চীন জি-টোয়েন্টির সদস্যদেশগুলোর সঙ্গে সহনশীল, সহযোগিতামূলক, ও পারস্পরিক কল্যাণকর বৈশ্বিক ডিজিটাল অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে ইচ্ছুক।

সম্মেলনে ‘জি-টোয়েন্টি বালি শীর্ষসম্মেলন ঘোষণা’ গৃহীত হয়।

এর আগে, স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান বালি দ্বীপে আয়োজিত জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের এক অভ্যর্থনা ভোজসভায় অংশ নেন। (শুয়েই/আলিম/আকাশ)