বালিতে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2022-11-15 18:59:09

নভেম্বর ১৫: স্থানীয় সময় আজ (মঙ্গলবার), ইন্দোনেশিয়ার বালি দ্বীপে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে  মিলিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সিওক-ইওল।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া পরস্পরের সুপ্রতিবেশী এবং সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের উচিত কৌশলগত যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধির জন্য সচেষ্ট হওয়া। বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা গভীরতর করাও প্রয়োজন।

তিনি বলেন, চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বাড়াতে, যৌথভাবে প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করতে, এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করতে চায়। 

জবাবে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ চীনের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে একটি পরিপক্ক সম্পর্ক গড়ে তুলতে চায়, যা দু’দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। (জিনিয়া/আলিম/আকাশ)