অর্থনৈতিক বিশ্বায়ন সমস্যার সম্মুখীন, বৈশ্বিক অর্থনীতি মন্দার মুখে: সি চিন পিং
2022-11-15 20:37:48


নভেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বর্তমানে অর্থনৈতিক বিশ্বায়ন প্রক্রিয়া নানান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বৈশ্বিক অর্থনীতিও আছে মন্দার ঝুঁকির মধ্যে। সব দেশকেই কমবেশি এর কুফল ভোগ করতে হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো বেশি ভুগছে। তিনি আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টির সপ্তদশ শীর্ষ সম্মেলনের প্রথম পর্যায়ের অধিবেশনে এ সব কথা বলেন। 


তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। আর উন্নয়নের জন্য জনগণকে কেন্দ্র করে কাজ করতে হবে এবং  উন্নয়নশীল দেশসমূহের উদ্বেগকে বিবেচনায় রাখতে হবে। 


তিনি বলেন, সকল পক্ষের উচিত কোভিড-১৯ মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা; টিকা, ওষুধ, ও চিকিত্সা খাতে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে সচেষ্ট থাকা।


প্রেসিডেন্ট সি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে হবে। তিনি সবুজ অর্থনীতি খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। (আকাশ/আলিম/জানিয়া)