বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর চীন গভীর নজর রাখছে: মুখপাত্র
2022-11-15 20:45:26


নভেম্বর ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর তাঁর দেশ গভীর নজর রাখছে। 


তিনি বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে একযোগে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যবিমোচন খাতে সহযোগিতা জোরদার করবে; জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে কাজ করে যাবে; এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে ইতিবাচক অবদান রেখে যাবে। 

মুখপাত্র জোর দিয়ে বলেন, খাদ্য নিরাপত্তা মানবজাতির অস্তিত্বের সাথে জড়িত। চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে যৌথভাবে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ বাস্তবায়নের কাজ এগিয়ে নেবে। (আকাশ/আলিম/জানিয়া)