অনলাইনে মুক্তি পেল চীনের দেশাত্মবোধক চলচ্চিত্র ও তথ্যচিত্র
2022-11-15 11:00:21


নভেম্বর ১৫: গতকাল (সোমবার) চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) তৈরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সি চিন পিংয়ের প্রিয়সব সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও তথ্যচিত্র ‘চীন, নতুন যাত্রা’ অনলাইনে মুক্তি দেয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি অনুষ্ঠান বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনা কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়াং তাতে ভাষণ দিয়েছেন।ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান ইত্যাদি দেশের জাতীয় টিভি স্টেশনের মহাপরিচালকগণ অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন।

গত ১৪ নভেম্বর ‘সি চিন পিংয়ের প্রিয়সব সাংস্কৃতিক উদ্ধৃতি’র থাই ও ইন্দোনেশিয়ান সংস্করণ দুটো দেশের জাতীয় টিভি স্টেশনে সম্প্রচার হয়েছে।

এই চলচ্চিত্রে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং-উদ্ধৃত চীনের প্রাচীন গল্প ও প্রবাদ তুলে ধরা হয়েছে। চীনা সংস্কৃতি নিয়ে সি চিন পিংয়ের গভীর চিন্তাভাবনা ও  দেশ পরিচালনায় তাঁর মেধা তুলে ধরা হয়।

ভাষণে শেন হাই সিয়াং আশা প্রকাশ করেন যে এই অনুষ্ঠান সম্প্রচারের পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মানুষেরা চীনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশি জানতে পারবেন, এবং তা চীন ও দু’দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে ভূমিকা রাখবে।

সিএমজি ও আটটি দেশের জাতীয় টিভি স্টেশন কর্তৃক যৌথভাবে নির্মিত তথ্যচিত্র ‘চীন, নতুন যাত্রা’ বাস্তব গল্পের মাধ্যমে চীনের আধুনিকায়ন তুলে ধরেছে।

বিভিন্ন দেশের মিডিয়ার সঙ্গে সহযোগিতার উপায় উদ্ভাবন করার প্রত্যাশা করে চীন। আগামিতে সহযোগিতার বিষয় গভীরতর করা, সহযোগিতার খাত সম্প্রসারিত করা, এবং বিশ্ব শান্তির উন্নয়ন ও মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে মিডিয়া আরও বেশি অবদান রাখবে বলে মনে করে বেইজিং।

(তুহিনা/এনাম)