নমপেনে লি-গুতেরেস বৈঠক অনুষ্ঠিত
2022-11-14 10:36:42

নভেম্বর ১৪:  চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (রোববার) কম্বোডিয়ার রাজধানী নমপেনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, জাতিসংঘ হচ্ছে বহুপক্ষবাদ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। বর্তমানে বহুপক্ষবাদকে টিকিয়ে রাখার মানে হল জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতিতে অবিচল থাকা, এবং আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘের ভূমিকা পালন করা।

তিনি বলেন, মহাসচিব গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘের অর্জিত নতুন ফলাফলের প্রশংসা করে চীন। জাতিসংঘের সঙ্গে সহযোগিতা জোরদার করে আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে বৈশ্বিক ন্যায্যতা রক্ষা করছে চীন।

তিনি আরও বলেন, জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমর্থন ও সাহায্য করবে বেইজিং।

মহাসচিব গুতেরেস বলেন, চীন ও জাতিসংঘের সহযোগিতা বহুপক্ষবাদের গুরুত্বপূর্ণ সমর্থন। বহুপক্ষবাদ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন ইত্যাদি খাতে চীনের অবদান প্রশংসনীয়।

চীনের সঙ্গে সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 (তুহিনা/এনাম)