বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চীন নতুন অবদান রাখবে: ওয়াং ই
2022-11-13 19:32:54


নভেম্বর ১৩: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাঁর দেশ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অবদান রাখবে। 


তিনি গতকাল (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ‘সাহায্য হিসেবে হাইব্রিড ধান এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন। সেমিনারে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাঠানো একটি লিখিত বক্তব্যও পড়ে শোনান। 

          

ওয়াং ই বলেন, সিপিসি’র সদ্যসমাপ্ত বিংশ জাতীয় কংগ্রসে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন মানবজাতির উন্নয়নে নতুন অবদান রাখছে এবং চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগও সৃষ্টি করছে। 


ওয়াং ই আরও বলেন, বতর্মান বিশ্বে খাদ্য নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। চীন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করে বিশ্বের খাদ্য নিরাপত্তা রক্ষা ও জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নের জন্য নতুন অবদান রাখতে ইচ্ছুক। (আকাশ/আলিম/জিনিয়া)