অর্থনৈতিক ও বৈজ্ঞানিক আধিপত্যবাদের বিরোধিতা করবে চীন
2022-11-10 17:12:26


 

নভেম্বর ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে মার্কিন বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণ সম্পর্কে কথা বলেছেন।

 

তিনি বলেন, বিশ্ব চিপ সরবরাহ চেইনের গঠন এবং উন্নয়ন বাজারের নিয়ম ও কোম্পানির বাছাইয়ের ফলাফল। কোন কোন দেশ জাতীয় শক্তির অপব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তি এবং আর্থ-বাণিজ্যিক বিষয় নিয়ে রাজনীতি করে, তাদের টুল ও অস্ত্র হিসেবে ব্যবহার করে।

 

তিনি বলেন, চীনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অবরোধ ও দমন চালায়। চীনকে বিচ্ছিন্ন করতে বল প্রয়োগ করে। তা যেমন আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মের লঙ্ঘন, তেমনি বিশ্ব বাজারকে বিচ্ছিন্ন করে। বিশ্ব শিল্প চেইন ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

 

চাও লি চিয়ান জোর দিয়ে বলেছেন, আমরা আন্তর্জাতিক সমাজের সঙ্গে অর্থনৈতিক ও বৈজ্ঞানিক আধিপত্যবাদের বিরোধিতা করব। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, নিয়ম এবং মৌলিক স্থিতিশীল শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা রক্ষা করব। (শিশির/এনাম/রুবি)