জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দায় এড়িয়ে চলায় উন্নত দেশগুলোর সমালোচনা করলেন শ্রীলংকার প্রেসিডেন্ট
2022-11-09 15:51:17

নভেম্বর ৯: গতকাল (মঙ্গলবার) শ্রীলংকার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে জলবায়ু পরিবর্তন-বিষয়ক জাতিসংঘের কাঠামো কনভেনশন স্বাক্ষরকারীদের ২৭তম সম্মেলনে ভাষণে দিয়েছেন।

 

তিনি বলেন, উন্নত দেশগুলো এর আগে জলবায়ু পরিবর্তন-বিষয়ক চুক্তিতে প্রদত্ত তাদের প্রতিশ্রুতি পালন করেনি। এই আচরণ খুবই দুঃখজনক।

 

ভাষণতে তিনি উন্নত দেশগুলোর প্রতি ‘দ্বৈত মানদণ্ড’ পরিত্যাগ এবং দায় এড়ানোর পরিবর্তে জলবায়ুর বৈশ্বিক শাসনে নেতৃত্বের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, উন্নত দেশগুলো এর আগে সবুজ জ্বালানির প্রধান প্রস্তাবকারী ছিল। তবে, এখন তারা সে নীতি থেকে পিছিয়ে যাচ্ছে। ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে এবং জলবায়ু অর্থায়নে তাদের প্রতিশ্রুতিও পালন করছে না।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর এই ‘দ্বৈত মানদণ্ডের’ সমালোচনা করেন তিনি। তাদের দায়িত্ব এড়িয়ে চলার আচরণকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন তিনি।

লিলি/এনাম/রুবি