আন্তঃদেশীয় ই-কমার্স উন্নয়ন ফোরাম শাংহাইয়ে অনুষ্ঠিত
2022-11-08 14:37:29

নভেম্বর ৮: বাণিজ্যের ডিজিটাইজেশনের মধ্য দিয়ে আন্তঃদেশীয় ই-কমার্স উন্নয়ন ফোরাম-২০২২ গতকাল (সোমবার) শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

তাতে বিভিন্ন দেশর বিশেষজ্ঞরা ডিজিটাল প্রযুক্তির ভালো ব্যবহার, ডিজিটাল বাণিজ্যের বিনিময়ের পদ্ধতি সুষ্ঠু করা এবং বিশ্ব অর্থনীতির সমৃদ্ধি ও স্থিতিশীলতা সাধন করাসহ নানা বিষয়ে আলোচনা করেছেন।

 

বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে ডিজিটাল প্রযুক্তিতে বিশ্ব বাণিজ্যের পরিমাণ বার্ষিক ১.৮ থেকে ২ শতাংশ বাড়বে। বিশ্ব পরিষেবা বাণিজ্যের পরিমাণ ২০১৬ সালের ২১ থেকে বেড়ে ২৫ শতাংশে উন্নীত হবে। ডিজিটাল বাণিজ্য-কেন্দ্রিক বৈশ্বিক বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতার কাঠামো পুনর্গঠন হচ্ছে। বর্তমানে ডিজিটাল নির্ভর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন পদ্ধতি বাস্তবায়ন, ডিজিটাল বাধা দূর এবং একক নীতি প্রণয়ন করা খুব গুরুত্বপূর্ণ।

 

এ ফোরাম থেকে জানা গেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, ও আন্তর্জাতিক তহবিল সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার ম্যানুয়াল সুবিন্যস্ত করছে। এ ম্যানুয়াল চলতি বছর প্রকাশিত হবে।

 

(রুবি/এনাম/শিশির)