জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-11-08 14:50:35

নভেম্বর ৮: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কোরোসি কসাবার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন বরাবরই জাতিসংঘকে সমর্থন করে থাকে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা-বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নিয়ে থাকে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট কনভেনশন স্বাক্ষরকারীদের ২৭তম সম্মেলন (কপ-২৭) আয়োজনে অবদান রাখবে।

চীন বিশ্বের উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নের মধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে পানি ও জ্বালানি বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও ওয়াং ই উল্লেখ করেন।

কোরোসি সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের সাফল্যের সঙ্গে আয়োজনে চীনকে অভিনন্দন জানিয়েছেন এবং চীনের সঙ্গে কপ-২৭ আয়োজন এবং পানি ও জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্বল দেশগুলোকে সাহায্য করতে চীনের সঙ্গে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে উভয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

 

লিলি/এনাম/রুবি