দুর্যোগে মানুষ তার পথ খুঁজে নেয়: সি চিন পিং
2022-11-06 17:03:16

নভেম্বর ৬: গত ৪ অক্টোবর পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা শাংহাইয়ে উদ্বোধন হয়েছে। তাতে ভাষণ দেওয়ার সময় সি চিন পিং বলেছেন, অসংখ্য পাহাড় এবং নদনদী দেখে মনে হয়, আর বুঝি পথ নেই। তবে, ঠিক এ সময় চোখে গড়ে একটি গ্রাম। সবারই পায়ের নিচে রয়েছে তার কাঙ্খিত পথ। সামনে রয়েছে উজ্জ্বলতা। উন্মুক্তকরণের সাহায্যে বিশ্ব উন্নয়নে নতুন অগ্রযাত্রা সৃষ্টি করা হবে। 

 

“অসংখ্য পাহাড় এবং নদনদী দেখে মনে হয়, আর বুঝি পথ নেই। তবে ঠিক এ সময় চোখে গড়ে একটি গ্রাম”। এ বাক্যটি আটশ’ বছর আগের চীনের বিখ্যাত সাহিত্যিক ও ইতিহাসবিদ লু ইয়ো’র কবিতার কথা। এ কথার মধ্য দিয়ে অতিক্রম করা যায় না - এমন দুর্যোগ নেই বলে বর্ণনা করা হয়। বিশ্বে শত বছরের অদেখা পরিবর্তন ও সংকটের প্রেক্ষাপটে  সি চিন পিং এ বাক্যের বরাত দিয়ে বর্তমান উন্নয়নের অচলাবস্থা দূর করা এবং অভিন্ন কল্যাণ অর্জনের পথ নির্দেশনা দিয়েছেন। আর সে পথ হলো উন্মুক্তকরণ। তিনি একই সঙ্গে চীনের বড় বাজারকে বিশ্বের বড় সুযোগে পরিণত করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।

 

বর্তমানে আমদানি মেলা চীনের নতুন উন্নয়নের কাঠামো গঠনের জানালা, উচ্চ মানের উন্মুক্তকরণের প্ল্যাটফর্ম, এবং বিশ্বের কাছে আন্তর্জাতিক গণপণ্যে পরিণত হয়েছে।  উন্মুক্তকরণে সুযোগ সৃষ্টি করা এবং সহযোগিতার মাধ্যমে দুর্যোগ দূর করা হয়। তাতে ক্ষমতাসীন পার্টি হিসেবে সিপিসি’র বিশ্বকে মনোযোগ দিয়ে বিশ্ববাসীদের কল্যাণকে নিজের কল্যাণ হিসেবে গণ্য করার চেতনা ও দায়িত্ব প্রতিফলিত হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)