চীন-মাদাগাস্কার সম্পর্কের বার্ষিকীতে দুই প্রেসিডেন্টের শুভেচ্ছা বিনিময়
2022-11-06 17:27:07

নভেম্বর ৬: আজ (রোববার) চীন-মাদাগাস্কার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজৈলিনা পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন।

 

অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে আন্তর্জাতিক পরিস্থিতির  পরিবর্তনের মুখে  চীন-মাদাগাস্কার সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশ সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছে এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা দিন দিন জোরদার হয়েছে।

 

তিনি বলেন, নানা ক্ষেত্রে  আদান-প্রদান ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চীন-মাদাগাস্কার সম্পর্ককে আমি গুরুত্ব দিই এবং প্রেসিডেন্ট রাজৈলিনার সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মান উন্নত করতে এবং দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে ইচ্ছুক আমি।

 

প্রেসিডেন্ট রাজৈলিনা বলেছেন, গত অর্ধেক শতাব্দীতে নানা ক্ষেত্রে মাদাগাস্কার ও চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরভাবে উন্নত হয়েছে। পারস্পরিক সম্মান, আস্থা ও সমর্থন দ্বিপক্ষীয় সম্পর্কের বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। চীনের সঙ্গে  আরও ঘনিষ্ঠ চীন-মাদাগাস্কার অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন করতে চায় তাঁর দেশ। (শিশির/এনাম/রুবি)