চীনা বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমদানি মেলা: শ্রীলংকার প্রেসিডেন্ট
2022-11-05 15:44:28

 

নভেম্বর ৫: গতকাল (শুক্রবার) পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা শাংহাই শহরে শুরু হয়েছে। শ্রীলংকার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে ভিডিও লিঙ্কের মাধ্যমে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন।

 

তিনি বলেছেন, চীন আন্তর্জাতিক আমদানি মেলা হচ্ছে অবাধ বাণিজ্য ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ টুল। চীনা বাজারে উন্নয়নশীল দেশের প্রবেশের জন্য একটি নবায়ন প্ল্যাটফর্ম সরবরাহ করে এ মেলা এবং অনেক দেশ ও কোম্পানি চীনা মানুষের ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা থেকে উপকৃত হবে।

 

তিনি বলেন,  শ্রীলংকা-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, জাতীয় প্রতিরক্ষা ও স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। ২০২১ সালে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৪৩০ কোটি ডলার। আশা করা যায়, ভবিষ্যতে অবাধ বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হতে পারে। তা দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেবে। (শিশির/এনাম/লিলি)