নয়াদিল্লীতে বায়ুদূষণ পরিস্থিতি গুরুতর
2022-11-04 14:48:03

নভেম্বর ৪: ভারতের রাজধানীতে বায়ুদূষণ পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে।

দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কমিটির হিসেব অনুসারে, গতকাল (বৃহস্পতিবার) রাজধানী নয়াদিল্লীর বায়ু মানের সূচক (একিউআই) ৪০০ ছাড়িয়ে ‘গুরুতর’ দূষণ পর্যায়ে ছিল।

এদিকে, দেশটির তথ্যমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি নয়াদিল্লীর বেশ কয়েকটি হাসপাতাল বহু বায়ুদূষণসংশ্লিষ্ট রোগ রিপোর্ট করে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ লোকজনকে যথাসম্ভব কম বাইরে যেতে পরামর্শ দেয়। (প্রেমা/আলিম/শুয়েই)