‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ ঘোষণা’ শান্তির জন্য গুরুত্বপূর্ণ: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-11-04 19:10:45


নভেম্বর ৪: ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ ঘোষণা’ এতদঞ্চলের শান্তির জন্য গুরুত্বপূর্ণ। এ ঘোষণা স্বাক্ষর ও বাস্তবায়ন আসিয়ান দেশগুলোর সঙ্গে চীনের পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করেছে এবং বিভিন্ন পক্ষের সংলাপ ও সহযোগিতাকে এগিয়ে নিয়েছে। ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ ঘোষণা’ স্বাক্ষরের ২০তম বার্ষিকীতে আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

মুখপাত্র চাও বলেন, চলতি বছরের জুলাই মাসে বেইজিংয়ে সাফল্যের সঙ্গে এই ঘোষণা স্বাক্ষরের ২০তম বার্ষিকীসংক্রান্ত উচ্চ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়। চীন ও আসিয়ানের দেশগুলোর অংশগ্রহণকারী প্রতিনিধিরা এই ঘোষণার চেতনা পুনর্ব্যক্ত করেছেন। এই ঘোষণার গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।

উল্লেখ্য, ২০০১ সালের ৪ নভেম্বর চীন ও আসিয়ানের সরকারি প্রতিনিধিরা কম্বোডিয়ার রাজধানী নমপেনে ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ ঘোষণা’ স্বাক্ষর করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)