আবারও সুদের হার বাড়ালো মার্কিন ফেড
2022-11-03 18:41:44


নভেম্বর ৩: মার্কিন ফেডারেল রিজার্ভ  গতকাল (বুধবার) এক ঘোষণায় সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা বলেছে।  এটি হবে টানা চতুর্থ বার সুদের হার বৃদ্ধি।

ফেডারেল রিজার্ভ এদিন দুই দিনের মুদ্রানীতি বৈঠকের পর এক বিবৃতিতে বলেছে, ব্যয় ও উত্পাদন বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান পরিস্থিতি শক্তিশালী হয়েছে, এবং বেকারত্বের হার কমেছে। কিন্তু মুদ্রাস্ফীতি উচ্চ স্তরেই রয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা এবং খাদ্য ও শক্তির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সমস্যা সৃষ্টি করছে। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষও মুদ্রাস্ফীতির ওপর অতিরিক্ত ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে চলেছে। ফলে, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর তার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)