চীনা মহাকাশকেন্দ্রের ইংরেজি ‘টি’ আকৃতি ধারণ
2022-11-03 18:55:16

নভেম্বর ৩: বেইজিং সময় আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ৩২ মিনিটে চীনের মহাকাশকেন্দ্রের মেংথিয়ান গবেষণাগারটি সফলভাবে স্থানান্তর করা হয়। আর এর ফলে, গোটা মহাকাশকেন্দ্রটি ইংরেজি ‘টি’ অক্ষরের আকৃতি ধারণ করে। চীনের মানববাহী মহাকাশ প্রকল্পের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থানান্তরের সময় মেংথিয়ান গবেষণাগার প্রথমে প্রাসঙ্গিক স্টেট সেটিংস সম্পন্ন করে এবং তারপর মহাকাশকেন্দ্র থেকে আলাদা হয়ে যায়। পরে একে মহাকাশকেন্দ্রের মূল অংশ থিয়ানহ্য-র অন্য একটি পোর্টে ডক করা হয়।

মেংথিয়ান গবেষণাগার স্থানান্তরের মাধ্যমে চীনা মহাকাশকেন্দ্রের নির্মাণকাজ মূলত শেষ হলো। (ইয়াং/আলিম/ছাই)