ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা
2022-10-31 10:54:51

অক্টোবর ৩১: ব্রাজিল সময় গতকাল (রোববার) রাতে ব্রাজিলের হাই কোর্টের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, এদিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটদানের পর লেবার পার্টির পদপ্রার্থী, সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৫০.৮ শতাংশের ভোট পেয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এদিকে, বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট।

 

ব্রাজিলের হাই কোর্ট জানায়, চলতি বছর নিবন্ধিত ভোটারের সংখ্যা ১৫ কোটি ৬০ লাখেরও বেশি, যা দেশের লোকসংখ্যার ৭২ দশমিক ৬ শতাংশ। এবার ভোটারের সংখ্যা ২০১৮ সালের চেয়ে ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের পয়লা জানুয়ারি নতুন প্রেসিডেন্ট লুলা শপথগ্রহণ করবেন; তাঁর কার্যমেয়াদ চার বছর।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)