সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়নে প্রাণশক্তি যুগিয়েছে: আন্তর্জাতিক মতামত
2022-10-24 18:55:20


অক্টোবর ২৪: বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস বিশ্বের বিভিন্ন দেশকে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়নের প্রাণশক্তি যুগিয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট সি চিন পিং, চীন সরকার ও বন্ধুত্বপূর্ণ চীনা জনগণকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি প্রত্যাশা করেন এবারের বিংশ কংগ্রেসের সাফল্য চীনা জনগণকে আরো বেশি উন্নয়নের দিক-নির্দেশনা দিতে পারবে।

গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রেও জানান, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের সফলতার উপর আন্তর্জাতিক সমাজ গভীর নজর রেখেছে। চীন সফলভাবে চরম দারিদ্র্য নির্মূল করেছে এবং চীনা জনগণের জীবনমান উন্নত করেছে।

পাক বিশেষজ্ঞ হাসান দাউদ বলেন, চীনের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ, বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও বিশ্বের নিরাপত্তা উদ্যোগে পাকিস্তান সমর্থন জানায়। এসব উদ্যোগ পাকিস্তানসহ উন্নয়নশীল দেশকে অভিন্ন উন্নয়নে সুযোগ-সুবিধা দেয় এবং আরো সুন্দর বিশ্ব গঠন করে।

থাইল্যান্ডের অর্থমন্ত্রী জানান, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস বৈশ্বিক সহযোগিতা এগিয়ে নিচ্ছে। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসহ নানা পদ্ধতিতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করছে থাইল্যান্ড।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)