দক্ষিণ কোরিয়ার জলসীমা লক্ষ্য করে উত্তর কোরিয়ার গোলাবর্ষণ
2022-10-20 10:31:22

অক্টোবর ২০: স্থানীয় সময় ১৮ অক্টোবর মধ্যরাতে, উত্তর কোরিয়া প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জলসীমা লক্ষ্য করে গোলাবর্ষণ করে। একে দক্ষিণ কোরিয়ার সামরিক উস্কানির প্রতিক্রিয়া বলছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ১৯ অক্টোবর এক বিবৃতিতে বলেন, ১৩ ও ১৪ অক্টোবরের পরে, ১৮ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আবারও উস্কানিমূলক সামরিক তত্পরতা শুরু করে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৮ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নামগাংওন প্রদেশের চেওরওন জেলায় ফরোয়ার্ড অবস্থানে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পূর্ব ও পশ্চিম ফ্রন্টের সৈন্যরা পাল্টা জবাব দেয় এবং সতর্কীকরণ গোলাবর্ষণ করে। (ইয়াং/আলিম/ছাই)