পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া
2022-10-19 10:54:05

অক্টোবর ১৯: গতকাল (মঙ্গলবার) অস্ট্রেলিয়া এক ঘোষণায় জানিয়েছে, পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। এর মাধ্যমে বর্তমান সরকার এ প্রশ্নে সাবেক সরকারের অবস্থান থেকে সরে আসলো।

রয়র্টাস সূত্রে জানা গেছে, এদিন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জেরুসালেম ইস্যু ইসরাইল-ফিলিস্তিন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত। ‘দুই রাষ্ট্র’ প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিন ও ইসরাইলের মতভেদ দূর করতে চায় তাঁর দেশ। আর তাই, পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না সরকার।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার তত্কালীন প্রধানমন্ত্রী স্কট জন মরিসন পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। (সুবর্ণা/আলিম/মুক্তা)