উচ্চ মুদ্রাস্ফীতির প্রতিবাদে প্যারিসে গণবিক্ষোভ
2022-10-17 10:16:41

অক্টোবর ১৭: গতকাল (রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসে, উচ্চ মুদ্রাস্ফীতির প্রতিবাদে, গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা দ্রব্যমূল্য ও তেলের অব্যাহত মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন এবং বেতন বাড়ানোর দাবি জানান। খবর এএফপি’র।

এদিকে, বামপন্থী দল লা ফঁসা সুমিজের নেতা জঁ-লুক মিলোশো মুদ্রাস্ফীতি মোকাবিলায় ব্যর্থতার দায় চাপিয়েছেন ফরাসি সরকারের ওপর। তিনি জনগণকে আগামী মঙ্গলবার এর প্রতিবাদে ধর্মঘট পালনের আহ্বান জানান। (প্রেমা/আলিম/ছাই)