ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ
2022-10-14 16:34:55


অক্টোবর ১৪: সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়, ইরাকের জাতীয় কাউন্সিল গতকাল (বৃহস্পতিবার) এক অধিবেশন আয়োজন করে। এতে দেশটির সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ রশিদকে ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। 


নির্বাচনের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। জনাব লতিফ ইরাকের সাবেক শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী শিয়া সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন।


আব্দুল লতিফ রশিদ ১৯৪৪ সালে ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অঞ্চলে জম্মগ্রহণ করেছেন। ২০১০ সাল থেকে তিনি প্রেসিডেন্টের ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করে আসছেন।


ইরাকের নতুন জাতীয় কাউন্সিল ৯ জানুয়ারি প্রথম অধিবেশন আয়োজন করে। ইরাকের সংবিধান অনুযায়ী, দেশের জাতীয় কাউন্সিল প্রথম অধিবেশন আয়োজনের ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। তবে স্থানীয় শিয়া রাজনৈতিক গোষ্ঠীসহ অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে মতভেদ থাকায় প্রেসিডেন্টের নির্বাচন বারবার স্থগিত হয়েছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)