সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সঙ্গে পার্টি-বহির্ভূত ব্যক্তিবর্গের বৈঠক অনুষ্ঠিত
2022-10-13 15:52:17


অক্টোবর ১৩: গত ৩১শে অগাস্ট বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি পার্টি-বহির্ভূত ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে এবং সিপিসি’র আসন্ন জাতীয় কংগ্রেস সম্পর্কে তাদের মতামত শোনে।

‌    সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং আলোচনাসভায় বলেন, সিপিসি ও বিভিন্ন গণতান্ত্রিক পার্টির উচিত সহযোগিতা জোরদার করা। সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ হিসেবে চীনকে গড়ে তুলতে এবং সার্বিকভাবে চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করতে এটা জরুরি।

আলোচনায় অংশগ্রহণকারী পার্টি-বহির্ভূত ব্যক্তিবর্গ মনে; করেন, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের প্রস্তাবিত রিপোর্টে  নতুন ধারণা, নতুন কৌশল ও নতুন ব্যবস্থার উল্লেখ আছে। এটি একটি নির্দেশনামূলক দলিল।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে পার্টি-বহির্ভূত ব্যক্তিবর্গের কাছ থেকে মতামত সংগ্রহের কাজ শুরু হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)