‘আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানির সুযোগ তৈরি হয়েছে’
2022-10-10 19:29:46

 

ঢাকা, ১০ অক্টোবর: আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানির সুযোগ তৈরি হয়েছে এবং তা ধীরে ধীরে বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী কয়েক বছরের মধ্যে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, লাইট, মেশিনারিজ, আইটি প্রোডাক্ট, আইসিটি সেক্টরের পণ্য, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে যেন বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় সে চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (মেট্রোপলিটন চেম্বার) মাসব্যাপী এ মেলার আয়োজন করে।

বর্তমানে বিশ্বের ১৫১টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হয় জানিয়ে তিনি দেশের সিরামিক প্রোডাক্টের আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেন।

শান্তা/সাজিদ