ঢাকার আকাশে ছিল অসংখ্য ফানুস
2022-10-10 19:28:52

ঢাকা, অক্টোবর ১০:  রোববার রাতে ঢাকার আকাশে ছিল পূর্ণিমা চাঁদের পাশাপাশি ছিল অসংখ্য ফানুস। বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই ফানুস ওড়ানো হয়। প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিবসটি উদযাপন করে।

সারাদিন ব্যাপী বিভিন্ন রীতিনীতি পালনের পর সন্ধ্যায় প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন দেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভার পর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় বর্ণাঢ্য ফানুস উৎসব। প্রায় হাজার মানুষের উপস্থিতিতে আকাশে একের পর এক উড়তে থাকে রঙিন ফানুস।

উৎসবে উপস্থিত অতিথিরা চীন আন্তর্জাতিক বেতারকে জানান তাদের আনন্দ অনুভূতির কথা। তীর্থ বড়ুয়া ও তন্ময় বড়ুয়া দুই কিশোর বন্ধু। তারা বলেন, ছোটবেলা থেকেই এই উৎসবে আসছেন। এখানে আনন্দ উদযাপন তাদের খুব ভালো লাগে।

নারী, পুরুষ, শিশু কিশোদের অংশগ্রহণে আনন্দমুখর হয়ে ওঠে উৎসব।

রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরেও ফানুস উৎসব ও অন্যান্য রীতিনীতির মাধ্যমে প্রবারণা উদযাপন করা হয়।

শান্তা/হাশিম

ছবি: সিএমজি বাংলা