বন্দুক-সহিংসতা দমন মার্কিন মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত: বেইজিং
2022-10-10 19:19:19

অক্টোবর ১০: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জীবনের অধিকার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কার্যকরভাবে বন্দুক-সহিংসতা দমন ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা মার্কিন গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত।

মুখপাত্র বলেন, আফ্রিকান-আমেরিকানদের মধ্যে সব বয়সী মানুষ অধিক হারে বন্দুক-সহিংসতায় মৃত্যুবরণ করছেন। এর আগে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, শ্বেতাঙ্গদের তুলনায় আফ্রিকান আমেরিকানদের গুলিতে নিহত হবার আশঙ্কা ১২ গুণ বেশি।

উল্লেখ্য, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক-সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৮ শতাংশের বেশি বেড়েছে। আর মার্কিন বন্দুক-সহিংসতা পর্যবেক্ষণ ওয়েবসাইটের হিসাব অনুসারে, গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫০০টি ম্যাস স্যুটিংয়ের ঘটনা ঘটেছে, যেগুলোর প্রতিটিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।  (ছাই/আলিম/স্বর্ণা)