‘অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করে বেইজিং’
2022-10-09 19:01:00

অক্টোবর ৯: যে-কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে করা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (রোববার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মাও নিং বলেন, চীন বরাবরই যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। চীন মানবাধিকার ও গণতন্ত্রের অজুহাতে অন্যান্য দেশে ‘রঙ বিপ্লব’ করারও বিরোধিতা করে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে, দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। তেহরান এ হুমকির তীব্র সমালোচনা করেছে। (ছাই/আলিম/স্বর্ণা)