ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে
2022-10-05 17:28:51

অক্টোবর ৫: ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য চারটি চুক্ততে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তিটি স্বাক্ষরের পর পরই কার্যকর হয়েছে।

সেই সঙ্গে দোনেত্স্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা সম্পর্কিত চারটি সাংবিধানিক আইনেও স্বাক্ষর করেছেন জনাব পুতিন। এসব সাবেক ইউক্রেনীয় অঞ্চল আনুষ্ঠানিকভাবে রুশ অঞ্চলে পরিণত হলো এবং সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া সুসম্পন্ন হলো।

(শুয়েই/তৌহিদ/আকাশ)