নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ছিদ্র ও বিস্ফোরণ নিয়ে চীন উদ্বিগ্ন: চীনা প্রতিনিধি
2022-10-03 19:05:28


অক্টোবর ৩: জাতিসংঘে নিযুক্ত চীনা উপ-প্রতিনিধি কেং সুয়াং গত শুক্রবার জানান, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ছিদ্র ও বিস্ফোরণের বিষয়ে চীন অনেক উদ্বিগ্ন। তিনি জানান, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন হলো ইউরোপের জ্বালানি পরিবহন ধমনী। বিভিন্ন পক্ষের সঙ্গে একযোগে আন্তর্জাতিক অবকাঠামোর নিরাপত্তা রক্ষা করতে চায় চীন। 


তিনি জানান, এবারের ঘটনায় ইউরোপের জ্বালানি সংকট আরো গুরুতর হয়েছে। এতে জ্বালানির দাম বাড়বে এবং বিশ্বের গ্রাহকদের ক্ষতি হবে।


তিনি আরও বলেন, চীন লক্ষ্য করেছে, এবারের বিষয়টি দুর্ঘটনা নয়। বরং, স্বেচ্ছায় তৈরি বিপর্যয়। বিষয়টি সঠিক হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করে, এ ঘটনার সার্বিক, ন্যায্য ও পেশাদার তদন্ত করা অত্যন্ত জরুরি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)