ঢাকার বনানী থেকে বিমানবন্দর পেরিয়ে গাজীপুর পর্যন্ত ভয়াবহ যানজট
2022-10-02 19:17:03

ঢাকা, অক্টোবর ০২:  বাংলাদেশের রাজধানীর বনানী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত ভয়াবহ যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। যানজট গাজীপুর পর্যন্ত রয়েছে। 

রোববার ভোরের বৃষ্টিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাসস্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রায় হাঁটুপানি জমে যায়। যানজটে আটকে থাকা অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) দুর্ভোগের বিষয়টি বলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় উত্তরাগামী কিংবা গাজীপুর-টঙ্গী থেকে উত্তরা পেরিয়ে রাজধানীতে আসা যাত্রীদের। তার মধ্যে আজ রোববার ভোরে বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ।

দুপুরের দিকে ঢাকা মহানগর উত্তরা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা গণমাধ্যমে বলেন, বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে এমনিতেই মহাসড়ক এখন অনেক সরু। এর মধ্যে বৃষ্টির পানি রাস্তায় জমে যায়। পানি জমে থাকায় চালকেরা খানাখন্দ ও গর্ত বুঝতে পারেন না। এই পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও ঢাকা ছেড়ে যাওয়ার পথে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মিম/ শান্তা