কোনো ষড়যন্ত্র বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতে পারবে না: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
2022-10-02 19:15:53

ঢাকা, ২ অক্টোবর: বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়নের যে ধারা চলছে কোনো ষড়যন্ত্র সেই ধারাকে রুখে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।


কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, 'একটা সময় দেশে মঙ্গা ছিল। কিন্তু এখন আর কোথাও মঙ্গা নেই, খাদ্যের অভাব নেই। আমরা প্রযুক্তির ব্যবহার করে সব সমস্যা দূর করেছি। দেশের শিল্প কারখানা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। একটু টাকার মালিক হলেই মানুষ জায়গা কিনে বাড়ি করছে। এই যে জমি কমে যাচ্ছে এতে তো আমাদের খাদ্যের উৎপাদন কমছে। আর এ জায়গাটিতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে।'


তানজিদ/শান্তা