সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল দশ বছরে ৬২ হাজার ২শ কিলোমিটার হাইওয়ে তৈরি করেছে
2022-10-02 17:26:20

অক্টোবর ২: সম্প্রতি সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবহন বিভাগ জানায়, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল দশ বছরে ৬২ হাজার ২শ কিলোমিটার হাইওয়ে তৈরি করেছে। মহাসড়কের মোট পরিমাণ ২ লাখ ১৭ হাজার ৩শ’ কিলোমিটার। ২০১২ সালের তুলনায় সড়ক নেটওয়ার্কের ঘনত্ব ৪০ শতাংশ বেড়েছে।

 

গত দশ বছরে, সিনচিয়াংয়ে জাতীয় ও প্রাদেশিক ট্রাঙ্ক হাইওয়েগুলির মোট মাইলেজ ৩৬.৭ হাজার কিলোমিটারে পৌঁছেছে। যার মধ্যে উচ্চ-গতির (প্রথম-শ্রেণীর) হাইওয়ের মাইলেজ ১০ হাজার কিলোমিটার ছাড়িয়েছে।

 

বর্তমানে সিনচিয়াংয়ের দক্ষিণ, উত্তর ও মধ্য এক্সপ্রেসওয়ে সম্পন্ন হয়েছে এবং পরিবহন নেটওয়ার্কের মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)