সংস্কার ও উন্মুক্তকরণ হচ্ছে চীনের মৌলিক জাতীয় নীতি: চীনা প্রধানমন্ত্রী
2022-10-01 18:56:52

অক্টোবর ১: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চীনের রাষ্ট্রীয় পরিষদ ‘জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান’ আয়োজন করেছে। এতে প্রেসিডেন্ট সি চিন পিংসহ দেশের নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক দেশি ও বিদেশি ব্যক্তি অংশগ্রহণ করেছেন।


অভ্যর্থনা অনুষ্ঠানে, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ভাষণ দিয়েছেন। এতে তিনি বলেন, ৭৩ বছর ধরে সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ সব ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করেছে এবং দেশের উন্নয়নে অসাধারণ সাফল্য অর্জন করেছে। 


তিনি বলেন, এ বছর সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস আয়োজন করা হবে। গোটা সিপিসি ও দেশের সব জাতির মানুষ আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণের নতুন যাত্রা শুরুর প্রারম্ভে এ বারের কংগ্রেস অনেক গুরুত্বপূর্ণ।


তিনি আরো জানান, সংস্কার ও উন্মু্ক্তকারণ হচ্ছে চীনের একটি মৌলিক জাতীয় নীতি। যা উন্নয়ন জোরদার করার মৌলিক শক্তি।


তিনি বলেন, চীন উচ্চ মানের উন্মুক্তকরণ এগিয়ে নেবে। বিদেশি বাণিজ্য ও বিদেশি পুঁজি বিনিয়োগ নিশ্চিত করবে। বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে চীন। যাতে উভয়ের জয় বাস্তবায়ন করা যায়।


লি খ্য ছিয়াং বলেন, ‘আমরা দৃঢ় ও সার্বিকভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ ও ‘হংকংয়ের মানুষের হংকং প্রশাসন, ম্যাকাওবাসীর ম্যাকাও শাসন এবং উচ্চ পর্যায়ের স্বায়ত্তশাসন’ বাস্তবায়ন করবে। এ ছাড়া ‘এক চীন নীতি’ ও ‘১৯৯২ ঐকমত্যে’ অবিচল থাকবে চীন। দৃঢ়ভাবে ‘তাইওয়ানের বিছিন্নতা’ ও বাইরের শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করবে চীন। তাইওয়ান প্রণালীর শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)