মহামারির কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে
2022-09-29 15:21:47

সেপ্টেম্বর ২৯: যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, গতকাল (বুধবার) পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৬২ লাখ ৩০ হাজার লোক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ লাখ ৫০ হাজার জন।

 

যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ করোনা মহামারির কারণে কাজ করতে পারেনি এবং বেকার ও চিকিৎসা ব্যয় বৃদ্ধি যুক্তরাষ্ট্রের অর্থনীতির গুরুতর ক্ষতি করেছে।

 

বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের মহামারি প্রতিরোধের পদ্ধতিতে আরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সমস্যাগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়বে এবং অর্থনীতির ওপর তার প্রভাব আরও সম্প্রসারিত হবে। (শিশির/এনাম/রুবি)