বিশ্ব খাদ্য নিরাপত্তায় নিজ অভিজ্ঞতা শেয়ার করতে চায় চীন
2022-09-29 17:26:58

সেপ্টেম্বর ২৯:  চীন সরকার বরাবরই খাদ্য নিরাপত্তাকে রাষ্ট্র প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করে। খাদ্যের ক্ষতি নিয়ন্ত্রণ এবং খাদ্য অপচয় রোধ করা খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখে চীন।

 

আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

ওয়াং ওয়েন পিন বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘খালি প্লেট’-এর উদ্যোগ নিয়ে পুরো সমাজে খাদ্য অপচয় রোধের পরিবেশ তৈরি করেছেন। চীন এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা জোরদার করেছে এবং ‘খাদ্য অপচয় রোধ আইন’ সহ নানা আইন প্রণয়ন করেছে।

 

তাছাড়া, খাদ্য উৎপাদনের কাঠামোগত ব্যবস্থা ও সরঞ্জাম উন্নত এবং ৬ কোটিরও বেশি হেক্টর উচ্চ পর্যায়ের গুণগত মানসম্পন্ন কৃষি-ক্ষেত প্রতিষ্ঠা করেছে।

 

ওয়াং আরও বলেন,  চীন খাদ্যের ক্ষতি নিয়ন্ত্রণ সহ নানা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে। গত বছরের সেপ্টেম্বরে চীন সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক খাদ্যের ক্ষতি নিয়ন্ত্রণ সম্মেলনের আয়োজন করেছে। তাতে ৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নেয় এবং ‘আন্তর্জাতিক খাদ্যের ক্ষতি নিয়ন্ত্রণ সম্মেলনের চিনান প্রস্তাব’ প্রকাশ করে।

 

তিনি আরও বলেন, জি-২০ গ্রুপের জন্য আন্তর্জাতিক নিরাপত্তামূলক সহযোগিতার প্রস্তাব উত্থাপন করে চীন, যা বিশ্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চীনের মেধা প্রদান করেছে।  চীন বিভিন্ন পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা শেয়ার করতে এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগ বেগবান করতে চায়, যাতে বিশ্ব খাদ্য নিরাপত্তা রক্ষা করা যায়।

 

(রুবি/এনাম/শিশির)