চীন-আর্জেন্টিনা সাংস্কৃতিক বিনিময় ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত
2022-09-29 17:25:19

সেপ্টেম্বর ২৯: চীন-আর্জেন্টিনা উচ্চ সাংস্কৃতিক বিনিময় ফোরাম গতকাল (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

চায়না মিডিয়া গ্রুপ ও আর্জেন্টিনার সরকারি গণমাধ্যম বিষয়ক সচিবের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

 

এটি  চীন-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং চীন-আর্জেন্টিনা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বর্ষের (২০২২) অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

 

ফোরামের প্রতিপাদ্য হচ্ছে গণমাধ্যমের বিনিময় জোরদার করে জনগণের কল্যাণ সৃষ্টি করা। চীন, আর্জেন্টিনা ও ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের সরকারী কর্মকর্তা এবং ১০০ জনেরও বেশি মিডিয়া প্রতিনিধি অনলাইন ও অফলাইনে ফোরামে অংশ নিয়েছেন।

 

আর্জেন্টিনার কূটনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও ধর্ম-মন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো ফোরামে দেয়া ভিডিও ভাষণে বলেছেন, আর্জেন্টিনা ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে, দু’দেশ নানা ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করেছে।

 

তিনি বলেন, পারস্পরিক সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং পারস্পরিক কল্যাণ সৃষ্টি করা দেশগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়নের ভিত্তি। ‘এক অঞ্চল, এক পথ’ কাঠামোতে আর্জেন্টিনা ও চীনের মধ্যে পৌঁছানো ধারাবাহিক সহযোগিতামূলক চুক্তি আর্জেন্টিনার জনগণের কল্যাণ সৃষ্টি এবং আরও শান্তি ও সমতা-সম্পন্ন বিশ্ব গঠন করতে সহায়ক হবে।

 

 চীনের উপ-সম্প্রচারমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের অভিনন্দন বার্তা চীন-আর্জেন্টিনা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি, নতুন যুগে দেশ দুটির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি এবং মানব জাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠনে দিক-নির্দেশনা দিয়েছে।

 

শেন হাই সিয়োং বলেন, দু’দেশের প্রেসিডেন্টের নেতৃত্বে চীন-আর্জেন্টিনা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উচ্চ পর্যায়ে উন্নীত হবে এবং নবীন দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতির প্রতীকে পরিণত হবে।

 

তিনি আরও বলেন, চায়না মিডিয়া গ্রুপ আর্জেন্টিনার বিভিন্ন মহলের সঙ্গে দুই প্রেসিডেন্টের মতৈক্য বাস্তবায়ন, দ্বিপাক্ষিক কূটনীতিক সম্পর্কের আগামী উজ্জ্বল ৫০ বছর সৃষ্টি এবং নতুন যুগে দেশ দুটির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে মিডিয়া অবদান রাখতে চায়।

 

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া ছুন ইং বলেন, চীন ও আর্জেন্টিনার সম্পর্কোন্নয়নে দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ সৃষ্টি হয়েছে। তাতে প্রমাণিত হয়েছে যে দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণ ও সমন্বিত অর্জন বাস্তবায়ন করা সম্ভব।

 

চীন-আর্জেন্টিনা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বর্ষের সুযোগ কাজে লাগিয়ে, চায়না মিডিয়া গ্রুপ আর্জেন্টিনার মিডিয়া অংশীদারদের সঙ্গে ‘চীন-আর্জেন্টিনা সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন করবে।

 

(রুবি/এনাম/শিশির)