বিশ্ব বাণিজ্য সংস্থার পাবলিক ফোরাম শুরু
2022-09-28 16:53:39

সেপ্টেম্বর ২৮: বিশ্ব বাণিজ্য সংস্থার পাবলিক ফোরাম-২০২২ গতকাল (মঙ্গলবার) জেনেভায় উদ্বোধন হয়। অংশগ্রহণকারীরা বাণিজ্য ও অর্থনৈতিক পুনরুদ্ধার বেগবান করায় অবদান রাখা এবং বাণিজ্য নীতিগুলোর সংস্কার নিয়ে আলোচনা করবেন। আরও নমনীয়, টেকসই এবং সহনশীল বাণিজ্য ব্যবস্থা তৈরি করার পথ খুঁজবেন আলোচকরা।

 

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নগোজি ওকোনজো ইউইলা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনীতি কঠিন সময়ে রয়েছে। সারা বিশ্ব জলবায়ু, জ্বালানি ও খাদ্যশস্যসহ বেশ কয়েকটি সংকটের সম্মুখীন হচ্ছে। আগের চিন্তা ত্যাগ করে নতুন উপায়ে নতুন সমস্যা সমাধান করা প্রয়োজন।

 

তিনি মনে করেন, বৈশ্বিক অর্থনীতি ধাপে ধাপে অবনতির দিকে পড়ছে। তবে, তাকে পুনরুদ্ধার করা উচিত, বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার তুলনামূলক দরিদ্র সদস্যদের কাছে পুনরুদ্ধার অতি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি