জাপরজহাই পারমাণবিক বিদ্যুত্কেন্দ্রের পরিস্থিতি বিপজ্জনক: রাশিয়া
2022-08-10 16:42:10


অগাস্ট ১০: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত ৮ই অগাস্ট বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অব্যাহত গোলাবর্ষণের কারণে, জাপরজহাই পারমাণবিক বিদ্যুত্কেন্দ্রের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

রুশ মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জাপরজহাই বিদ্যুত্কেন্দ্র লক্ষ্য করে ইউক্রেনের অব্যাহত গোলাবর্ষণের মূল লক্ষ্য গোটা ইউরোপকে জিম্মি করে রাখা। রাশিয়া নিয়মিতভাবেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে বিদ্যুত্কেন্দ্রের সর্বশেষ অবস্থা তুলে ধরছে। সংস্থার মহাপরিচালক কেন্দ্রটি পরিদর্শনের পরিকল্পনাও করছেন। আর এ পরিকল্পনা বাস্তবায়নে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, ইউক্রেনীয় সরকারের পক্ষ থেকে গত ৯ই অগাস্ট জানানো হয়েছে যে, ‘খাদ্যশস্য করিডোর’ চালু হওয়ার পরের ৯ দিনে ইউক্রেন থেকে ৩ লাখ ৭০ হাজার টন খাদ্যশস্য ৭টি দেশে পাঠানো হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই )