অকাস সহযোগিতা চুক্তির দৃঢ় প্রতিবাদ জানায় চীন
2022-08-09 10:31:10

অগাস্ট ৯: গতকাল (সোমবার) চীনের নিরস্ত্রীকরণ-বিষয়ক রাষ্ট্রদূত লি সুং ‘পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তির’ দশম পর্যালোচনা অধিবেশনে পরমাণু অবিস্তার ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরেছেন এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পরমাণু-চালিত সাবমেরিন চুক্তি বা ‘অকাসের’ দৃঢ় প্রতিবাদ জানিয়েছেন। জাপান ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘পরমাণু বিনিময়’ অগ্রহণযোগ্য বলে সতর্ক করেন তিনি।

 

চীনা রাষ্ট্রদূত লি বলেন, ‘পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তি’ আন্তর্জাতিক পরমাণু বিস্তার প্রতিরোধ ব্যবস্থার ভিত্তি। মার্কিন জোট রাজনীতির মাধ্যমে নিজেদের গোষ্ঠী গড়ে তুলেছে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক আচরণ করেছে। যা আন্তর্জাতিক পরমাণু অবিস্তার ব্যবস্থার জন্য বড় হুমকি ও চ্যালেঞ্জ।

 

লি আরও বলেন, ‘অকাস’ সহযোগিতা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ভৌগোলিক কৌশল। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আন্তর্জাতিক পরমাণু অবিস্তার চুক্তির সদস্যদেশ।  অথচ স্বেচ্ছায় পরমাণুমুক্ত দেশে ব্যাপক সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করেছে, যা দ্বৈত নীতির প্রতিফলন। যুক্তরাষ্ট্রসহ তিনটি দেশকে অকাস চুক্তি বাতিল করা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করার তাগিদ দেয় বেইজিং।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)