সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে তুরস্ক অংশ নিতে পারে: এরদোয়ান
2022-08-07 19:32:57

আগস্ট ৭: সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে তুরস্ক অংশগ্রহণ করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমগুলো ৬ই অগাস্ট এ খবর দিয়েছে।

এরদোয়ান রাশিয়া সফরের পর তুর্কি গণমাধ্যমকে দেওয়ার এক সাক্ষাত্কারে বলেন, তুরস্ক এসসিও-র সদস্যদেশসমূহ, পর্যবেক্ষক রাষ্ট্রসমূহ, ও সংলাপ-অংশীদারদের সাথে একত্রিত হওয়ার আশা রাখে। বিশেষ কোনো পরিস্থিতি না-থাকলে, তিনি নিজেই সম্মেলনে যোগ দেবেন।

উল্লেখ্য, তুরস্ক বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সংলাপ-অংশীদার। চলতি বছরের ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে এসসিও শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে।

(ইয়াং/আলিম/ছাই)