চীন সফলভাবে একটি পুনরায় ব্যবহারযোগ্য পরীক্ষামূলক মহাকাশযান উত্ক্ষেপণ করেছে
2022-08-05 18:35:37

অগাস্ট ৫: আজ (শুক্রবার) চীনের জিউছুয়ান উপগ্রহ লঞ্চ কেন্দ্রে চীন লং মার্চ ২এফ ক্যারিয়ার রকেট ব্যবহার করে একটি পুনরায় ব্যবহারযোগ্য পরীক্ষামূলক মহাকাশযান সফলভাবে উত্ক্ষেপণ করেছে। এটি লং মার্চ ২এফ ক্যারিয়ার রকেটের ১৮তম মিশন।

পরীক্ষামূলক মহাকাশযান নির্দিষ্ট সময়ে কক্ষপথে থাকার পরে চীনে নির্ধারিত অবতরণ স্থানে ফিরে আসবে। এই সময়ে পরিকল্পনা অনুসারে পুনরায় ব্যবহারযোগ্য এবং অন-ট্র্যাক পরিষেবা প্রযুক্তি যাচাই করা হবে এবং মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তিগত সহায়তা দেবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)