জুলাইতে মূল্যস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী
2022-08-03 17:19:17

ঢাকা, অগাস্ট ০৩: বাংলাদেশে চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ , যা জুন মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

বুধবার  পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

জুলাই মাসে মূল্যস্ফীতি কমলেও গত বছরের জুলাইয়ের চেয়ে এটি বেশি। গত বছর জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ। ২০২১ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল  ৫ দশমিক ৩৬ শতাংশ। চলতি জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৮ দশমিক ১৯ শতাংশ ও ৬ দশমিক ৩৯ শতাংশ।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, অনেকে বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। এদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়নি এবং হবে না বলে আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী।

মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন,খাদ্যের জাহাজ রাশিয়া থেকে আসবে। তেল, চাল ও গমের দাম কমছে। সামনে মূল্যস্ফীতির কমতির ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।। এটাকে দেশের জন্য ভালো খবর বলে অভিহিত করেন এম এ মান্নান।

মিম/ শান্তা