দেশে ৪০ দিনের জ্বালানি তেল মজুদ রয়েছে: কাদের
2022-08-02 18:25:15

ঢাকা, আগস্ট ০২ : বাংলাদেশের জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে জ্বালানির রিজার্ভ নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে ৪০ দিনের জ্বালানি তেল মজুদ রয়েছে।

মঙ্গলবার  ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি যে অব্যাহত অপপ্রচার আর মিথ্যাচার করছে, তা নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, ‘বিএনপির সময়ে দেশ ছিল অন্ধকারে নিমজ্জিত।’ ক্ষমতায় আসার জন্য বিএনপি দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছিল বরে অভিযোগ করেন কাদের। বিদ্যুৎ সরবরাহের নামে শুধুমাত্র খাম্বা স্থাপন করে জাতির সঙ্গে প্রতারণা করেছিল বলেও মন্তব্য করেন তিনি ।

মিম/ শান্তা