তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিশ্রুতির লঙ্ঘন তার জাতীয় সুনাম নষ্ট করবে: ওয়াং ই
2022-08-02 20:11:04

অগাস্ট ২: আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তাঁর অংশ নেওয়া এবং মধ্য এশিয়া সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

 

এসময় চীনা পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান ইস্যু নিয়ে চীনের কঠোর অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, এক-চীন নীতি হলো আন্তর্জাতিক সমাজের প্রচলিত মতৈক্য, বিভিন্ন দেশের সঙ্গে চীনের বিনিময়ের রাজনৈতিক ভিত্তি,  চীনের কেন্দ্রীয় স্বার্থের মৌলিক বিষয় এবং একটি অনতিক্রম্য লাল রেখা ও চূড়ান্ত সীমা। কোনো কোনো মার্কিনী তাইওয়ান ইস্যুতে অব্যাহতভাবে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে থাকে এবং ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালীতে উস্কানি দিয়ে থাকে।

 

ওয়াং ই বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি মেনে না-চলা খুবই জঘন্য। এতে সেদেশের জাতীয় সুনাম ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন আধিপত্যবাদী আচরণ থেকে বিশ্ববাসী স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে, যুক্তরাষ্ট্র বৃহত্তম শান্তি বিনষ্টকারী।

 

লিলি/এনাম/আনন্দী